
(নিজের কথাই বলি)


দিনটি ছিল-২০২২-সালের-২৫-সেপ্টেম্বর ডিএক্স এন কোম্পানির বয়স হয়েছিল তখন পৃথিবীতে ২৯ বছর ৯ মাস ২৫ দিন,

যা আমার জীবনে ছিল ঐদিন প্রথমদিন,

আজ থেকে ২১ মাস আগে-আট বছরের জয়েন্ট পেন নিয়ে যখন দেশ-বিদেশের বিভিন্ন ডাক্তারের দরজায় বারবার ঘুরতে ঘুরতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল মনে করেছিলাম আমার জীবনে আর হয়তো সুস্থতা ফিরে আসবে না,

মনে করেছিলাম পৃথিবীতে আর স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো না,

মনে হয়েছিল পৃথিবীর যত অর্থ করি উপার্জন ভালো কিছু উপার্জন সবই মনে হয় অনর্থক যা আমার ব্যক্তি জীবনে কোন কাজেই লাগছে না,

ঠিক সেই মুহূর্তেই বর্তমান পৃথিবীর বর্তমান যুগের হাজার বছরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শ্রেষ্ঠ কোম্পানি শ্রেষ্ঠ প্লাটফর্ম,হাজারো ইনকামের শ্রেষ্ঠ ইনকাম,যেটাই বলি না কেন তা হলো-(DXN মালয়েশিয়া)

গুগল রিসার্চ এর মাধ্যমে নামটি পেয়ে যায় এবং সেই কোম্পানির কিছু মাদার প্রোডাক্ট যা দেহের মধ্যে হলিস্টিক মেডিসিন বা অলটারনেটি মেডিসিন, ফুডসাপ্লাইমেন্ট,হিসাবে কাজ করে থাকেন,

সেই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে মাত্র 21 মাস এখানে আমার জার্নি নিজের সুস্থতা পেয়েছি এছাড়াও এই কোম্পানির বর্তমানে ২৪ টা পজিশনের মধ্যে ৪ নাম্বার পজিশান এক্সিকিউটিভ ষ্টার ডায়মন্ড (ইএসডি) অর্জন করেছি

যা আন্তর্জাতিক পর্যায়ে আমাকে চিহ্নিত করেছে।

ইনকাম তো আগেও করতাম এখনো করছি কিন্তু ব্যবধান হলো আগের ইনকামটা ছিল আমার সাধারণ একটা ইনকাম যা অধিকাংশ মানুষ করে থাকেন,

কিন্তু বর্তমান সেই ইনকামের পাশাপাশি যেই ইনকামটা আমি চালু করেছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধুমাত্র একটি স্মার্ট টাচ ফোনের মাধ্যমে

যেখানে আমার কোন সরাসরি টাকা-পয়সা ইনভেস্ট করতে হয় নাই শুধুমাত্র নিজের প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট বা পণ্যগুলো ব্যবহার করেছি যা আগে অন্য কোন ব্র্যান্ডের ব্যবহার করতাম শুধু ব্র্যান্ডটাকে ট্রান্সফার করে ডিএক্সএন ব্র্যান্ডে চলে এসেছি


অথচ এই সুযোগটি কিন্তু পৃথিবীর সকল মানুষের সকল জাতির সকল পেশাজীবীর জন্যই আছে এবং এই সুযোগটি গত 31 বছর ধরে পৃথিবীর লক্ষ লক্ষ নারী পুরুষ নিয়ে আসছেন ।

ভাবছেন কিভাবে করবেন-?
প্রথমে ফ্রিতে একটি ডিসকাউন্ট কার্ড করে সে কার্ডের মাধ্যমে
(যা আমরা করে দিয়ে থাকি)

যে কোন মানুষই

তার কাজের পাশাপাশি এই ব্র্যান্ডটাকে চেঞ্জ করে আমার মত আন্তর্জাতিক পর্যায়ের একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গর্ব করতে পারেন নিয়ে আসতে পারেন নিজের শারীরিক পরিবারের শারীরিক সুস্থতা সহকারে জেনারেশন টু জেনারেশন আন্তর্জাতিক পর্যায়ে একটি ইনকামের রাস্তা যা কখনো পৃথিবীতে বন্ধ হবে না।

তাই আসুন আল্লাহর দেওয়া দুটি ভালো হাত থাকতে আরেকটি (প্যারালাইজড) হাত যার নাম অজুহাত সেই হাত না দেখিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করি, ১

একদিন দুইদিন তিনদিন দেখবেন আপনিও হয়ে গেছেন আমাদের অনেকেরই মতো,

ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন গঠনের জন্য নিজেদের প্রতিদিনের কাজকর্মের সঙ্গে ডিএক্সএন কাজকর্মকে ও যুক্ত করে এই DXN কে একটি পেশা হিসেবে গ্রহণ করে নিজেকে তৈরি করতে পারি আন্তর্জাতিক পর্যায়ের একজন উদ্যোক্তা হিসেবে ,
ডি এক্স এন এ মেম্বার হতে চাইলে
এখানে ক্লিক করুন